শান্তিগঞ্জে ছাত্রলীগের শোক র‍্যালী ও আলোচনা সভা 

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৩ 500 views
শেয়ার করুন
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলায় শোক র‌্যালী ও আলোচনা সভা করেছে উপজেলা ছাত্রলীগ। শুক্রবার বিকাল ৪টায় শোক র‌্যালীটি আড়ম্ভ হয়। সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে র‌্যালীটি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের বাসভবন হিজলনবাড়িতে এসে শেষ হয়। পরে, হিজল বাড়িতেই এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম। সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিতাংশু শেখর দাস সিতু, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মো. হাসনাত হোসেন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজি তহুর আলী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাজেদুল হক, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি দিলন আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাহিম আহমদ।
এসময় উপজেলা ছাত্রলীগের কয়েকশ ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।