পাগলা বাজারে ছামা টেলিকমের উদ্বোধন

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৩ 626 views
শেয়ার করুন
শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে ছামা টেলিকম নামের একটি ইলেকট্রনিক্স ডিভাইসের দোকানের উদ্বোধন হয়েছে। শুক্রবার আসরের নামাজের বাজারের প্রধান গলিতে, জামান কমপ্লেক্সে এ দোকানটির উদ্বোধন হয়।
দোকানটি উদ্বোধনের সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণমাধমকর্মী জামিউল ইসলাম তুরানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন মির্জা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম ও রিকশা ঐক্য সমবায় সমিতির চেয়ারম্যান মো. কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- পাগলা বাজারের প্রবীণ ব্যবসায়ী মো. আবদুল গফুর, মঞ্জুরুল হায়দার, জামান কমপ্লেক্সের স্বত্বাধিকারী জামান আলী মুরাদ, প্রাক্তন ইউপি সদস্য মকবুল হোসেন, মর্নিং বার্ড কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা-পরিচালক মাহমুদুল ইসলাম লালন, ব্যবসায়ী হানিফ মিয়া, কামাল পারভেজ সাজন, শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক খালিদুর রহমান বাবুল, বমভমি বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি সিতু মিয়া, কণ্ঠশিল্পী শরিফুল ইসলাম, ছামা টেলিকমের স্বত্বাধিকারী শাফিউল ইমলাম সুসাদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদ সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ ইয়াকুব শাহরিয়ার, সদস্য নাহিদ আহমেদ, নোহান আরেফিন নেওয়াজ, পাগলা বাজারের ব্যবসায়ী কবির মিয়া, পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য শাহিন মিয়া, তুয়েল আহমদ ও ব্যবসায়ী মো. মোস্তফা মিয়া, সমাজকর্মী প্রমুখ।