মদনপুরের সড়ক দুর্ঘটনায় আরেকজনের মৃত্যু

নিহতের সংখ্যা বেড়ে ২

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২৩ 461 views
শেয়ার করুন
সুনামগঞ্জের দিরাই রাস্তারমুখ সংলগ্ন মদনপুরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কাভার্ড ভ্যান ও সিএসজি’র (ফোরস্ট্রোক) মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত আরেক রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া এ ব্যক্তির নাম মো. মিলাদ হোসেন (১৭)। এ নিয়ে মদনপুরের সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২জনে। মিলাদ দোয়া হোসেনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার বাবা। 
নিহত মিলাদ হোসেন ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মরজাদ টেকেরবাড়ি গ্রামের আবদুস সামাদের দ্বিতীয় পুত্র। একই দুর্ঘটনায় তার বড় ছেলে মো. মিলন হোসেনও (২০) গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হতভাগ্য পিতা আবদুস সামাদ এ প্রতিবেদককে বলেন, একটি মামলার হাজিরা দিতে সুনামগঞ্জে গিয়েছিলো আমার দুই ছেলেসহ আরো কয়েকজন। হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা আমি আমার সন্তানকে হারিয়েছি। এক ছেলে হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা যখন আমার ছেলেদের ওসমানীতে নিয়ে যাই তখন ওসমানী হাসপাতালের আইসিইউ খালি না থাকায় ডাক্তাররা দ্রুত আমাদের রাগীব রাবেয়া মেডিকেলে পাঠান। অবস্থা ভালো না দেখে সেখানকার ডাক্তাররাও আমার ছেলে সেখানেও রাখেন নি। পরে আমরা তাকে নিয়ে যাই ব্রিজের পূর্ব পাড়ে নর্থ ইস্ট মেডিকেলে। সেখানকার ডাক্তাররা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে আধাঘন্টা পর এসে বলেন আমার ছেলে আর নেই।
আমার এক ছেলেকে হারিয়েছি। আরেক ছেলে মৃত্যুর সাথে লড়ছে। আমার সব শেষ। আমি বেঁচে থেকে আর কি করবো? এখন (রাত সাড়ে ১১টা) ছেলের লাশ নিয়ে বাড়িতে এসেছি।
উল্লেখ্য, বুধবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় সুনামগঞ্জগামী একটি কাভার্ড ভ্যান ও সিলেটমুখী সিএনজিচালিত ফোরস্ট্রোক ঘটনাস্থলে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক জিয়াউল হক। গুরুতর আহত হয়েছিলেন সিএনজিতে থাকা মো. মিলন হোসেন, মো. মিলাদ হোসেনসহ আরও ৩/৪জন যাত্রী। এর মধ্যে মিলাদ হোসেন রাত ৯টার দিকে মৃত্যু বরণ করেন। এ ঘটনায় মরজাদ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।