মদনপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩ 455 views
শেয়ার করুন
সুনামগঞ্জের দিরাই রাস্তারমুখ সংলগ্ন মদনপুরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কাভার্ড ভ্যান ও সিএসজি’র (ফোরস্ট্রোক) মুখোমুখি সংঘর্ষে জিয়াউল হক (২৬) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। জিয়াউল হক ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মরজাদ টেকেরবাড়ি গ্রামের শাবাজ আলীর ছেলে।
বুধবার দুপুরের দেড়টায় এ দুর্ঘটনাটি ঘটে। এতে আরও ৪ যাত্রী আহত হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। তবে, তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। চিকিৎসার জন্য তাদরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর দেড়টার দিকে মদনপুর এলাকায় সুনামগঞ্জগামী একটি কাভার্ড ভ্যান ও সিলেটমুখী সিএনজিচালিত ফোরস্ট্রোক ঘটনাস্থলে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক মারা যান। আহত হন সিএনজিতে থাকা আরও ৩/৪জন যাত্রী। স্থানীয়দের সহযোগিতায় তাদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে জয়কলস হাইওয়ে থানার ওসি আবদুল কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্ত শেষে আত্মীয়স্বজনের কাছে লাশ তুলে দেওয়া হবে।