বঙ্গবন্ধুর খুনীদের আর যেন দেশে কবর না দেয়া হয়
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
বঙ্গবন্ধুর খুনীদের আর যেন দেশে কবর না দেয়া হয়। দেশের পবিত্র মাটিতে এমন কুলাঙ্গার যেন শেখ ঠিকানাও না পায়। এমন মন্ত্য করেছেন কুমিল্লার চান্দিনার সাংসদ অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি। বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রোববার শারজাহের একটি রেস্তোরায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহজাহান মিয়াজী। পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ ওয়াহেবুল মোস্তফা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনস্যাল জেনারেল বি, এম, জামাল হোসেন। তিনি ইতিহাসের আলোকে জাতির পিতার কথা তোলে ধরেন।
বিশেষ অতিথি ছিলেন আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, বিশিষ্ট কমিউনিটি নেতা ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতি, দুবাই এর সভাপতি অধ্যাপক আবদুস সবুর, বাংলাদেশ সমিতি, শারজাহর সিনিয়র সহ সভাপতি ইসমাইল গণি, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ, আবুধাবীর সিনিয়র সহ সভাপতি ও বাংলাদেশ সমিতি, ইউ, এ, ই সিনিয়র সহ সভাপতি শওকত আকবর, দুবাই আওয়ামীলীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ, দুবাইর সাধারন সম্পাদক আবুল কাশেম, বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি বুলবুল আহমেদ মুকুল, বঙ্গবন্ধু পরিষদ, শারজাহর সহ সভাপতি তাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান, শারজাহ আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা বচন মিয়া তালুকদার, সভাপতি আবদুল আউয়াল, বাংলাদেশ সমিতি উম আল কোয়াইন সভাপতি মোঃ সবুজ।
এতে স্বাগত বক্তব্য রাখেন জনাব আবুল কাশেম। বক্তব্য রাখেন মঈনউদ্দিন, মোঃ আইয়ুব খান, মাহবুব খন্দকার, মোঃ শারফিন, মোঃ মহিউদ্দিন,মোস্তাক হোসেন,মোহাম্মদ রহিম। মোনাজাত পরিচালনা করেন খলিল আহমেদ।