পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে শোক দিবস পালন

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩ 525 views
শেয়ার করুন

স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে শোক দিবস পালন করেছে ঐতিহ্যবাহী পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার সকাল ১০টা থেকে অর্ধ দিবস ব্যাপী এসব কর্মসূচি পালন করেছে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, প্রভাষক মৌমিতা ভট্টাচার্য্য ও সহকারি শিক্ষক সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির সহকারি প্রধান শিক্ষক মো. আরব আলী, প্রভাষক শরাফত উল্লাহ, সুমন কান্তি দাশ, ইয়াকুব শাহরিয়ার, রাজীব রায়, রুনা বেগম, সহকারি শিক্ষক মো. শাহ জাহান, রুবী রানী তালুকদার, মৃদুল চন্দ্র তালুকদার, হেলাল আহমদ, মো. বদরুজ্জামান খান, মো. আলা উদ্দিন, জজ মিয়া, রিকন চন্দ্র দাশ, রেজুয়ানুল হক, মো. তকবীর হোসেন, মাও. তাজুল ইসলাম, মো. আকিকুল ইসলাম, মো. মাসুদ আহমেদ, শতরূপা চক্রবর্তী, শিউলী আক্তার ও নন্দিতা দে বাবলী।
পরে বঙ্গবন্ধু ও তার নিহত সমস্ত পরিবারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মো. শাহ জাহান।