ইতালিতে সিলেট এসোসিয়েশনের সাগর ভ্রমণ 

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩ 679 views
শেয়ার করুন
ইতালিতে বার্ষিক বনভোজন ও সাগর ভ্রমণ করেছেন সিলেটিদের সংগঠন সিলেট এসোসিয়েশন ইতালি মদেনা। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই আনন্দ ভ্রমণ ও বার্ষিক বনভোজন করেন সংগঠনটির সদস্যরা। স্থানীয় সময় ভোর ৬টায় মদেনা বাস স্টেশন থেকে ফরতে দেই মারমী সমুদ্রের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। হাজারো ব্যস্ততার মাঝে নিজেদের উৎফুল্ল করে তুলতে ইতালির এই শহরটিতে বসে সিলেটিদের এই  মিলনমেলা।
বাংলাদেশিদের সেবামূলক প্রতিষ্ঠান কাফ অফিসের স্বত্বাধিকারী ও সিলেট এসোসিয়েশনের প্রধান সমন্বয়ক চেরাগ উদ্দীনের তত্ত্বাধাবনে সিলেটি এসোসিয়েশনের ব্যানারে অনুষ্ঠিত সাগর ভ্রমণে সিলেট বিভাগের শতাধিক প্রবাসী অংশ নেন।
বার্ষিক বনভোজন ও সাগর ভ্রমণে উপস্থিত ছিলেন, চেরাগ উদ্দিন, গণমাধ্যমকর্মী মোহাম্মদ শহিদ মিয়া, মারুফ হাসান রাহেল, তোফায়েল আহমেদ, আহমেদুর রহমান, আবুল হোসেন, জুবায়ের হাসান শাহিন, সুফিয়ান শিকদার, ফারুক আহমেদ, এম ডি সফিক মিয়া, লোকমান, আবেদ মিয়া ও সুকুমারসহ সিলেটি এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ।
ভ্রমণে যাওয়া প্রবাসী বাংলাদেশিরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, আমরা অনেক বছর যাবৎ এই শহরে আছি। আমাদের সিলেটি এসোসিয়েশনের ব্যানারে এই প্রথম সাগর ভ্রমণের আয়োজন করা হয়েছে। আমরা সিলেটবাসী বিশ্বের সব দেশে ঐক্যবদ্ধ ভাবে থাকতে পছন্দ করি। সিলেট এসোসিয়েশনের কর্ণধার চেরাগ উদ্দীন ভাইয়ের পরিশ্রমেই আমাদের সিলেটি এসোসিয়েশনের এই আয়োজন আলোর মুখ দেখেছে।
ইতালি প্রবাসী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সদস্য, গণমাধ্যকর্মী মোহাম্মদ শহিদ মিয়া বলেন, আসলে সত্যিকারার্থে আমি গর্বিত। প্রবাস জীবনে ৭ বছর অতিবাহিত হলেও সিলেটবাসী যে এভাবে ঐক্যবদ্ধ আছেন তা কখনো বুঝতে পারিনি। অনুষ্ঠানকে ঘিরে সবার আনন্দ উচ্ছ্বাস দেখে মনে হয়েছে, ইতালির মাটিতেই যেনো একখণ্ড সিলেট।
সিলেটি এসোসিয়েশন নামের এই সংগঠনটি ইতালি সরকার রেজিষ্ট্রেশন করেছে। যার রেজিস্ট্রেশন নং-৯৪২২৫৫৬০৩৬৯।
চেরাগ উদ্দীন বলেন, ইতালির এই সিটিতে যেহেতু বেশিরভাগ সিলেটিদের বসবাস তাই সিলেটের নামে একটা এসোসিয়েশন থাকা জরুরি ছিল। যাতে করে আমরা সিলেটবাসী একসাথে প্রবাসে দীর্ঘ সময় অতিবাহিত করতে পারি। সিলেটবাসীর ঐক্যবদ্ধ প্লাটফর্ম এই এসোসিয়েশন। এটি ভবিষ্যতে মদেনা সিটির মধ্যে একটি কার্যকর ও শক্তিশালী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনে রুপ নিবে বলে আমার বিশ্বাস।