শান্তিগঞ্জে সৈয়দ ফারুকের আলোচনা সভা ও দোয়া মাহফিল
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছেন সৈয়দ সাজিদুর রহমান সমর্থিত আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। শনিবার বিকাল ৫টায় শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল করেন তারা।
প্রবীণ আওয়ামীলীগ নেতা ডা. রমেশ চন্দ্র দে’র সভাপতিত্বে ও ছাত্রনেতা জুয়েল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে ফারুক বলেন, আমি শেখ হাসিনা, শেখ রেহানা ও আওয়ামীলীগের একজন একনিষ্ঠ কর্মী। সুনামগঞ্জ-৩ অর্থাৎ শান্তিগঞ্জ-জগন্নাথপুরবাসীর সেবক হিসেবে জনগণের পাশে থাকতে চাই। আমার নেত্রী শেখ হাসিনা যদি আমাকে আপনাদের সামনে নৌকার মাঝি হিসেবে পাঠান তাহলেই আমি নির্বাচন করবো। যদি তিনি আমাকে নৌকা না দিয়ে অন্য কাউকে নৌকার প্রার্থী করেন আমি তার হয়ে কাজ করবো। দলেন সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- সিলেট মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন জাকির, সিংগাশাহ মাজারের খাদিম আয়ূব আলী প্রিন্স ও ছাত্রলীগ নেতা রাজু আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- শিমুলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, জয়কলস ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. তাহির আলী ও ছাত্রলীগের সাবেক নেতা বাবুল আহমদ প্রমুখ।
সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের রুহের মাগফিরাত কমনায় দোয়া পরিচালনা করেন নোয়াখালী জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাও. আজির উদ্দিন।


