শান্তিগঞ্জে যুবককে কুপানোর ঘটনায় মামলা দায়ের

প্রকাশিত: ৭:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২৩ 639 views
শেয়ার করুন
শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের কাঁদিপুর গ্রামের যুবক সেলিম আহমদকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে ৯ জনকে আসামী করে শান্তিগঞ্জ থানায় মামলাটি করেন কাদিপুর গ্রামের আবদুন নুর। মামলার সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী।
মামলায় অভিযুক্তরা হলেন- ইনাতনগর গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে ফয়াজ মিয়া (৫০), কাদিপুর গ্রামের মৃত দুরু মিয়ার ছেলে সুন্দর আলী (৪৫), নিজাম উদ্দিন (৩০), বিরাম উদ্দিন (৩৭), নূর আলী, মৃত রাছাব উদ্দিনের ছেলে আফাজ উদ্দিন (৬০), মৃত জব্বার আলীর ছেলে মনর আলী (৫৭), মৃত নুর মিয়ার ছেলে রেনু মিয়া (৩৬) ও মৃত আবদুর রশিদের ছেলে নূরুল হক (৪২)।
মামলার অভিযোগসূত্রে জানা যায়, সেলিম মিয়ার বাড়ির রাস্তায় সরকারি বরাদ্দে মাটি কাটানোকে কেন্দ্র করে আহত সেলিম মিয়ার সাথে বিবাদী পক্ষের বিরোধ চলে আসছিল। এর জেরে পরিকল্পিতভাবে বিবাদী পক্ষ সংঘবদ্ধভাবে সেলিম আহমদের বাড়ির সামনে তাকে একা পেয়ে হামলা চালায়। এসময় সেলিম আহমদের মাথায় রামদা দিয়ে কুপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এছাড়া সংঘবদ্ধ হামলায় এসময় সেলিম মিয়ার বাম চোখে লাটি দিয়ে আঘাত করায় বাম চোখ গুরুতর জখম হয়েছে। পরে স্থানীয়রা সেলিম মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশংকাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে স্থানান্তর করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের ধরতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।