খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঢাকায় ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২৩ 118 views
শেয়ার করুন
বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর কাকরাইল মোড় থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড় ঘুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় খালেদা জিয়াসহ আটক হওয়া সব নেতাকর্মীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন সুগম করার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. জামিল হোসেন, আরিফুল হক আরিফ, মাহবুব মিয়া, যুগ্ম সম্পাদক মো. আরিফ হোসেন, সহসাধারণ সম্পাদক আক্তার আহসান দুলাল, ইমরান হোসেন, মওদুদ আহমেদ, পাঠাগারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিংকু।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও জগন্নাথ হল ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, যুগ্ম সাধারণ সম্পাদক ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদল সভাপতি আব্দুল জলিল আমিনুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, সূর্যসেন হল ছাত্রদল নেতা মল্লিক ওয়াসি উদ্দিন তামী, রাকিব আল ইসলাম শেখ শোভন, স্যার এফ রহমান হল ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক জারিফ রহমান, শহীদ সার্জেন্ট জহুরুল হক ছাত্রদল নেতা আতিক মোর্শেদসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন হলের নেতাকর্মীসহ মহানগরীর কয়েকটি ইউনিটের সহস্রাধিক নেতৃবৃন্দ মিছিলে উপস্থিত ছিলেন।