নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩ 243 views
শেয়ার করুন

শান্তিগঞ্জ উপজেলায় শিক্ষাক্রম ২০২২ এর আওতায় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের একটি কক্ষে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) ২০২১-২২ অর্থবছরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের অনুকূলে অনুমোদিত প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের বাস্তবায়ন করে শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় প্রশিক্ষণে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫১ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ, ইশাখপুর-শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়, গাগলী-নারাইনপুর উচ্চ বিদ্যালয়, সপ্তগ্রাম-হলদারকান্দি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সলফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, টাইলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, শিমুলবাক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বীরগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা, উমেদনগর হযরত শাহজালাল (র.) দারুসুন্নাহ দাখিল মাদ্রাসা ও ঘোড়াডুম্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা।
প্রশিক্ষণের শেষ দিন বৃহস্পতিবারে সমাপনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্ জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন। শেষ দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- জয়কলস উজানীগাঁও রশিদীয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এরশাদ আলী ও পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো. আলা উদ্দিন।
উল্লেখ্য, মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ৯টায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রথম দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান। গত দু’দিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- গণিনগর ষোলোগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহ মুহাম্মদ কামরুজ্জামান, এ এস এম ইমতিয়াজ উদ্দিন, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক রিকন চন্দ্র দাশ ও জেবিবি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নির্মল কান্তি দে।