পাগলা বাজারে আধুনিক ও উন্নত পোশাকের সমাহার

ক্রেতা আসার অপেক্ষায় ব্যবসায়ীরা

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৩ 192 views
শেয়ার করুন

শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পাগলা বাজার। প্রাচীনকাল ধরে ক্রেতা-বিক্রেতায় জমজমাট মহাসিং নদীকে কেন্দ্র করে গড়ে উঠা এ বাজারটি। সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ঘেঁষা এ বাজারটিতে ঈদ আসলেই আলাদা প্রস্তুতি থাকে গার্মেন্টস্ ব্যবসায়ীদের। তারা চেষ্টা করেন শহরের বিপনি বিতানগুলোর সাথে তাল মিয়ে পোষাকের সংগ্রহ করতে। প্রতি বছরের ন্যায় চেয়ে এ বছরও আধুনিকতার স্পর্শে, রুচিশীল পোষাকের সংগ্রহ করেছেন বাজারের অর্ধশতাধিক ব্যবসায়ীরা। বাহারি রকমের পোষাকের সমাহার ঘটিয়ে ব্যবসায়ীরা এখন অপেক্ষা করছেন ক্রেতার। যদিও ঈদের বাজার এখনো পুরোদমে জমে উঠেনি তবে ব্যবসায়ীরা মনে করছেন, আগামী সপ্তাহের শেষের দিক থেকে জমে উঠবে বাজার। এজন্য সকল প্রস্তুতি শেষ করেছেন তারা।

বাজারের একাধিক ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর পোষাকের সংগ্রহ বেশি। শহরের বড় বড় বিপনি বিতানগুলোর সাথে মিল রেখে নতুন নতুন পোষাকের সংগ্রহ করেছেন তারা। পুরুষ-মহিলা ও শিশুসহ সব শ্রেণির মানুষের বৈচিত্র্যময় পোষাকের সংগ্রহ আছে বাজারের দোকানগুলোতে। মেয়েদের বাহারি রকমের রেডি-আনরেডি থ্রি-পিস, ওয়ান পিস ফ্রক, বোরকা, রুচিশীল উন্নত শাড়ী, টপস্, স্কার্টসহ যাবতীয় সব রকমের পোষাক আছে তাদের সংগ্রহে। ছেলেদের আর্ষণীয় ও অত্যাধুনিক জিন্স ও গ্যাবাডিন প্যান্ট, শার্ট, পাঞ্জাবি-পায়জামা, বিভিন্ন ব্র্যান্ডের টি-শার্ট, থ্রি-কোয়ার্টার প্যান্টসহ সব ধরণের রুচিশীল ও উন্নত কাপড়ের সমাহার আছে দোকানে দোকানে। আছে বিভিন্ন প্রকারের থানকাপড়ের সংগ্রহ। বর্তমান বাজারের সাথে মিল রেখে এসব পোষাকের দামও নির্ধারণ করা হয়েছে।
মিজান মার্কেটের গার্মেন্টস্ ব্যবসায়ী মো. শাহ আলম, সুবর্ণা বস্ত্রালয়ের পরিচালক মাস্টার শফিকুল ইসলাম ও হাজি আবদুল হেকিম মার্কেটের গার্মেন্টস্ ব্যবসায়ী, প্লাস পয়েন্টের স্বত্বাধিকারী মো. আমির উদ্দিন বলেন, রমজান মাসের প্রথম সপ্তাহ থেকেই আমরা সংগ্রহ শুরু করেছিলাম। ঢাকার পাইকারি বাজার ঘুরে ঘুরে আমরা রুচিসম্মত পোষাক সংগ্রহ করেছি। দামের কথা মাথায় রেখে, সিলেট-সুনামগঞ্জের বিপনি বিতানগুলোর সাথে মিল রেখে সংগ্রহ করেছি। আমরা বিক্রির জন্য প্রস্তুত। ক্রেতা শুধু আসার অপেক্ষা।
পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, যেহেতু বাজারের ব্যবসায়ীরা কাপড়ের ভালো কালেকশন করেছেন, ক্রেতারা বাজারে আসার অনুরোধ করছি। আসা করি বাজারে অন্যান্য যে কোনো সময়ের তুলনায় ক্রেতারা ভালো সেবা পাবেন৷ ক্রেতাদের সেবায় আমরা সব সময় নিয়োজিত।