দুবাইয়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশের তাকরীম
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
দুবাইয়ে অনুষ্ঠিত ২৬ তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম। ১৫ বছর বয়েসি তাকরীম ভিনদেশে একজন হাফেজ হিসেবে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। এর আগেও এই প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছিলেন। হাফেজ তাকরীমের বাড়ি টাংগাইল জেলায়।
দুবাই সরকার আয়োজিত বিশ্বের সকল দেশের হাফেজরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে বিগত ২৬ বছর ধরে। ২০২৩ সালের ২৬ তম আসরে আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাফেজ তাকরীমকে প্রথম হিসেবে ঘোষণা করা হয় দুবাইয়ের আল মামজার এলাকায় অবস্থিত কালচারাল এন্ড সায়েনটিফিক এসোসিয়েসন মিলনায়তনে।
দুবাইয়ের ২ রমজান থেকে শুরু হওয়া এ আসর ১৩ রমজান পর্যন্ত চলে। এতে অংশ নিয়েছিলো ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, এশিয়ার নানাদেশের কোরআনে হাফেজরা। এদিকে হাফেজ তাকরীমের প্রথম স্থান অধিকার অর্জন করায় বাংলাদেশ দূতাবাস তাকে শুভেচ্ছা জানিয়েছে। একইসাথে বাংলাদেশ কমিউনিটির মাঝে ব্যাপক আনন্দ উল্লাস আর গৌরব বিরাজ করছে।