সদরপুর সেতু দিয়ে পাঁচঘন্টা যান চলাচল বন্ধের বিজ্ঞপ্তি প্রকাশ

ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৩ 795 views
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সুনামগঞ্জে প্রবেশের একমাত্র সড়কপথ সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। এ মহাসড়কের সদরপুর সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বার বার সেতুর উভয়প্রান্তে এ্যাবাটমেন্ট বা এ্যাপ্রোচ ধসে যাওয়ার কারণে যে কোনো সময় বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এজন্য সেতুর সংস্কার জরুরি। এরই পরিপ্রেক্ষিতে আজ শনিবার (২৫ শে মার্চ) দিবাগত রাতে সেতুর সংস্কার কাজ করার জন্য সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ থাকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুনামগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। ২৩ মার্চ বৃহস্পতিবার বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিকে জানানো হয়, শনিবার দিবাগত রাত সদরপুর সেতুর সংস্কার কাজ করা হবে। তাই এ সেতু দিয়ে ৫ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকবে।

সুনামগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ৫০ কি. মি.-এ সদরপুর সেতুর সিলেটপ্রান্তের এ্যাবাটমেন্ট বা এ্যাপ্রোচ সড়কে যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে সেতুটির সিলেটপ্রান্তে বেইলি সংযোগ প্রদানের জন্য ২৫ মার্চ শনিবার দিবাগত রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত পাঁচঘন্টা সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে।