
বিশ্বের নানাদেশে বাংলাদেশি পণ্য বাজারজাত করার কারণেই বাংলাদেশের সুনাম ছগিয়ে পড়ছে। একইসাথে এসব পণ্য নানাদেশে বাজারজাতের জন্য বাংরাদেশিদের কর্মসংস্থান তৈরী হচ্ছে। আমিরাতের শারজাহে বাংলাদেশি মালিকানাধীন আমেরিকান এনার্জি ড্রিংকস ডাবল হর্স এর সুধী সমাবেশে এ কথা বলেছেন বক্তারা।
শুক্রবার বাংলাদেশ সমিতি শারজাহের বঙ্গবন্ধু হলে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এম এ বাশার। সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী করিমুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাবল হর্সের প্রেসিডেন্ট প্রকৌশলী আশরাফ আলী, প্রতিষ্ঠাতা ফেট্রিক বাদল, আমিরাত সমন্বয়কারী ঈমাম হোসেন রুবেল, পরিচালক এবং মার্কেটিং ডা. মিতা রহমান ।
শাহেদুর রহমান খোকনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির কার্যকরী সদস্য প্রকৌশলী শহিদুল ইসলাম। এ সময় বাংলাদেশ কমিউনিটি থেকে বক্তব্য রাখেন প্রকৌশলী আবু জাফর চৌধুরী, ইসমাইল গণি চৌধুরী, মাজহার উল্লা মিয়া, প্রকৌশলী আব্দুর রশিদ, প্রকৌশলী আবুল হাসেম, আলম আব্দুল গফুর, শামসুন্নাহার স্বপ্না, প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু, শাহানুর শাহিন সহ আরো অনেকে।
এ সময় তারা বলেন, বিশ্বের নানা দেশে এ এনার্জি ড্রিংক এখন বাজারজাত করা হচ্ছে। ডায়াবেটিক রোগিসহ সবাই এ এনার্জি ড্রিংক পান করার উপযোগি করেই তৈরী করা হয়েছে।