এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জনের পর এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবাদুর রহমানের ছেলে ইমামুর রহমান ইমন। সিলেট সরকারী কলেজ থেকে থেকে ২০২২ সালের এইচ.এস.সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করে সে। এর আগে সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজে থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহন করে গোল্ডেন জিপিএ-৫ পায় সে।
জিপিএ-৫ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে ইমামুর রহমান ইমন বলেন, জিপিএ-৫ পেয়ে আমি অত্যন্ত খুশি। আমার পরিশ্রম সফল হয়েছে। আমার এই সফলতার পেছনে আমার মা-বাবা, চাচাগণ ও শ্রদ্ধেয় শিক্ষকদের অবদান অনস্বীকার্য। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারি।
ছেলের ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে এবাদুর রহমান বলেন, আমার ছেলে জিপিএ-৫ পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিন। তার জন্য সবাই দোয়া করবেন। সে যেন ভবিষ্যতে ডাক্তার হয়ে গরীব-দুঃখী মানুষকে চিকিৎসা সেবা দিতে পারে। মানুষের জন্য কাজ করতে পারে।


