শান্তিগঞ্জে বিজয় দিবস উদযাপন করেছে বিএনপি

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২২ 434 views
শেয়ার করুন
শান্তিগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস পালন করেছে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ অন্যান্য অঙ্গ সংগঠন। দিবসটি উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মো. আনছার উদ্দিনের নেতৃত্বে সকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার পাগলা বাজারে র‌্যালী ও আলোচনা সভা করেছে দলটি।
পাগলা বাজার গলির ভিতর থেকে এক বিজয় র‌্যালী বের করে বাজারের প্রধান গলি ও সড়ক ঘুরে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের শহিদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে শহিদ বেধিতে পুষ্পস্তবক অর্পণের পর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য তুরন খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি মো. আনছার উদ্দিন।
আনছার উদ্দিন বলেন, হামলা মামলা দিয়ে জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবে না। বর্তমান সরকারকে রাতের সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে সেই সাথে একটি নির্বাচনকালীন সরকার গঠন করে নিরপেক্ষ নির্বাচনও দিতে হবে।
এসময় শান্তিগঞ্জ উপজেলা বিএনপির একাংশের সভাপতি আউয়াল উদ্দিন, সাধারণ সম্পাদক নূর আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রঞ্জিত সূত্রধর, সদস্য ছালিক আহমদ, শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিন, ছাত্রদলের আহ্বায়ক জসিম বক্স ও সদস্য সচিব শাহাদাত হোসেন কামরানসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।