প্রকাশিত: ৩:০৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২২
575 views
শেয়ার করুন
সিলেটের জৈন্তাপুর উপজেলার ০৬ নং চিকনাগুল ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের পূর্নাঙ্গ কমিটির আলোচনা ও পরিচিতি সভা অনুষ্টিত হয়।
গত ০২-১২-২০২২ইং, শুক্রবার সন্ধায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ নেতা, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি ও বৃহত্তর ফতেহপুর/চিকনাগুল, ইউপি যুবলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি সেলাল আহমেদ।
৫নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের নব-নির্বাচিত সভাপতি মোঃ সফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ৬ নং চিকনাগুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস।
আলোচনা সভায় নব গঠিত সদস্যদের উদ্দেশ্য বক্তারা বলেন, আগামী দিনে যুবলীগ হবে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত একটি সংগঠন। আগামী নির্বাচনে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামীলীগ সরকার সারাজীবন মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে। অন্যায়ের কাছে মাথা নত করেনি। সেই আদর্শে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করতে যুবলীগ কাজ করবে।