সিলেটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে জেলখানায় বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২২ 191 views
শেয়ার করুন

 ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতিবছরের মত এবারও দেশের সকল কারাগারের পক্ষ থেকে বন্দিদের জন্য ছিলো উন্নতমানের খাবার। এরই ধারাবাহিকতায় সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য আয়োজন করা হয়েছিল উন্নতমানের খাবার।

সংশ্লিষ্ট সূত্রমতে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রতি বছর এমন আয়োজন করা হলেও অন্যান্য বছরের তুলনায় এ বছর বন্দিরা যাতে আরেকটু ভালো খাবার খেতে পারে সেই বিষয়ে কর্তৃপক্ষ উদ্যোগ নেন।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মোঃ সাখাওয়াত হোসেন আমাদের প্রতিনিধিকে বলেন,

 

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্দিদের জন্য বড় খানি/বিশেষ খানির আয়োজন করা হয়েছে। বন্দিদের বিশেষ খানির তালিকায় ছিল সকালের নাস্তায় দুধের পায়েস ও মুড়ি, দুপুরের খাবারে সাদা পোলাও, গরুর মাংস/ খাশির মাংস, সালাত, মিষ্টি ও পান সুপারি। রাতে খাবারে সাদা ভাত রুই মাছ ও আলুর দম।

 

জেলার সাখাওয়াত হোসেন আরো বলেন শুধু বিশেষ দিনেই নয় সরকারের দেওয়া প্রতিদিনের বরাদ্দ মতে বন্দিরা যাহাতে সাধ্যের মধ্য ভালো খাবার খেতে পারে সেই বিষয়ে সবসময় চেষ্টা করে যাচ্ছি।