আবু সাঈদ মাহমুদ ছাতক উপজেলার শ্রেষ্ঠ প্রাইমারি প্রধান শিক্ষক

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২২ 652 views
শেয়ার করুন

ছাতক উপজেলার মন্ডলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,আবু সাঈদ মাহমুদ, উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

গত মঙ্গলবার অপরাহ্নে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে উপজেলা শ্রেষ্ট প্রধান শিক্ষক যাচাই কমিটি ২০২২, প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকদর সাক্ষাৎকরা গ্রহন করেন। সাক্ষাৎকার ও বিগত বছরের কর্ম দক্ষতা পর্যালোচনা ও মুল্যায়ন শেষে মন্ডলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মাহমুদকে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত ঘোষনা করেন। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এ সময় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবু সাঈদ মাহমুদ এর সাথে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন চেলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ ফাতেমা বেগম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন বারগোপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিরঞ্জন সরকার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহনাজ ফেরদৌসী জুই, শ্রেষ্ঠ কাব শিক্ষক নিয়োজিত হন শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উডব্যাজার পঙ্কজ দত্ত। এবং মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কে শ্রেষ্ঠ বিদ্যালয় ঘোষণা করা হয়।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২২ খ্রিঃ (উপজেলা পর্যায়) শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবু সাঈদ মাহমুদ।