সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে দুদকের অভিযান

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২ 404 views
শেয়ার করুন

সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।

বৃহস্পতিবার দুপুরে দুদকের দলটি হঠাৎ সেখানে অভিযান চালায়।

 

দীর্ঘদিন ধরে সিলেট বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠছে। নিয়ম মাফিক প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলেও তা গ্রহণ না করে ফিরিয়ে দেওয়ার অনেক অভিযোগ রয়েছে।

 

একই আবেদন কোনো ধরনের পরিবর্তন বা সংশোধন ছাড়াই দালাল চক্রের মাধ্যমে জমা দিলে তা গ্রহণ করা হয়। প্রবাসী অধ্যুষিত সিলেটে শ্রমিক বা লেখাপড়ার জন্য বিদেশ গমনে আগ্রহীদের পাসপোর্ট করার ব্যাপক চাহিদা থাকায় দুর্নীতিবাজ চক্র ঘুষবাণিজ্যে লিপ্ত বলেও অভিযোগ রয়েছে। এসব অভিযোগ ও হয়রানির বিষয়ে বিভিন্ন সময়ে সরকার ও সংশ্নিষ্ট কর্তৃপক্ষের কাছে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

 

এ প্রসঙ্গে দুদকের সিলেট কার্যালয়ের উপ পরিচালক নূর-ই-আলম বলেন, ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে। প্রধান কার্যালয় থেকে প্রাথমিক তদন্তের অনুমোদন পাওয়ায় বৃহস্পতিবার দুপুরে দুদকের একটি টিম পাসপোর্ট অফিসে গিয়েছিল। আগামী সপ্তাহে তদন্ত প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’