সিলেটের বিয়ানীবাজারে পুলিশের অভিযানে গা’জাসহ গ্রে’প্তার-২

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২২ 569 views
শেয়ার করুন

সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে দুবাগ থেকে এক কেজি গাজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে তাদের আটক করা হয়। এ সময় পুলিশ একটি অটোরিক্সা জব্দ করে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশের এসআই নিয়াজ মোর্দেশ আবির সহ একদল পুলিশ অভিযান চালিয়ে দুবাগ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে এককেজি গাজা উদ্ধার করে জব্দ করে পুলিশ। তারা গাজা নিয়ে একটি অটোরিক্সা দিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে।

 

 

ধৃত মাদক কারবারি শিব্বির আহমদ (৫৪) খশিরবন্দ হাতিরটিলার মৃত হাজী মখদ্দস আলীর পুত্র ও আমিনুল ইসলাম (৪০) খশির পুন্নাগাও, উভয়ই বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বাসিন্দা বলে পুলিশকে জানিয়েছে।

 

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন,   আসামিদের ব্যবহৃত সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের শেষে আসামিদ্বয়কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ওসি হিল্লোল রায় আরোও বলেন, সিলেট জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে , মাদকনিমূল  অভিযান অব্যাহত থাকবে, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে মানবাধিকার রক্ষায় বদ্ধপরিকর ভূমিকা পালন করতে সচেষ্ট  বিয়ানীবাজার থানা পুলিশ।