সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা প্রবাসিদের সংগঠন বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থা আমিরাতের সভাপতি ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান তাঁর মালিকানাধিন সিলেট শহরের এগারোটি ফ্লাট ও রেস্টুরেন্ট, পার্টি সেন্টারের ভাড়া মওকুফ করেছেন। তাঁর এ উদ্যোগে স্থানীয় ব্যবসায়িরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
জানা গেছে, সিলেটের বিয়ানীবাজার উপজেলা প্রাণকেন্দ্রে মাহমুদ সিএনজি স্টেশনসহ তাঁর মালিকানাধিন নানা ব্যবসায় কর্মকর্তা কর্মচারিদের এ মহামারির সময়ে তিনি নানারকম সহায়তা করে আসছেন।
-
বিবেকের তাড়না থেকে করা তাঁর এসব উদ্যোগ মিডিয়াতে প্রচার করেননি বরেও জানা যায়। তাঁর অর্থায়নে অনেক শিক্ষা প্রতিষ্ঠান নিরবে পরিচালিত হচ্ছে বলেও জানিয়েছেন আমিরাত প্রবাসি কমিউনিটি নেতা লুৎফুর রহমানের এক স্বজন।
প্রসঙ্গত, সিলেট উপশহরে এফ ব্লকে অবস্থিত ইমরান টাওয়ারের এগারোটি ফ্লাটের ভাড়া তিনি মাফ করেছেন। একইসাথে সিলেট শহরের শিবগঞ্জে অবস্থিত তার মালিকানাধীন মেজবান বাড়ী রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার দেশে যতদিন লকডাউন চলবে, ততদিন পর্যন্ত এর সম্পূর্ণ ভাড়াও মওকুফ করে দিয়েছেন।


