
ঘাতকরা ভেবেছিলো জাতির পিতাকে স্বপরিবারে নির্মুল করে বাংলাদেশ থেকে তাঁর চেতনা মুছে দেবে। তাঁরা জানতো না যে বঙ্গবন্ধু মানুষের চেতনায় নাড়া দেন যুগে যুগে। অনেক পুরুষ স্বাধীন ভূখণ্ডের স্বপ্ন দেখলেও জাতির পিতা সে স্বপ্নকে বাস্তবে রূপ দেন। তাঁর সুযোগ্যা কন্যা তাঁর স্বপ্নপূরণের পথে এগুচ্ছেন। আমিরাতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জাতীয় শোকদিবসের আলোচনায় এ কথা বলেছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
শুক্রবার বাংলাদেশ সমিতি শারজাহের বঙ্গবন্ধু হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত শাখার আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মনসুর সবুর। সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি. এম. জামাল হোসেন।
এছাড়া আরো বক্তব্য রাখেন ইউএই আওয়ামী লীগের সদস্য সচিব প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল, শেখ করিম, সিকদার মোহাম্মদ সাফায়েত উল্লাহ, বাংলাদেশ সমিতি শারজাহের সহ সভাপতি শাহাদাত হোসেন, বঙ্গবন্ধু পরিষদের হাজী কামাল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন দুবাই শাখার সাবেক সভাপতি আবু নাসের চৌধুরী, সংগঠনের যগ্ম আহবায়ক শহিদুর রহমান, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ফাহাদ, মোহাম্মদ মামুন, মোহাম্মদ মহিনউদ্দিন, আব্দুর রহিম বাবুল, সাইফুল ইসলাম, মোহাম্মদ আজিম, নেজাম উদ্দীন তুষার, মাকসুদা খানম, রাশিদা আক্তার, সুমনা দাস, দুবাই আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা শাহিন রনি, মোহাম্মদ আজিম, আব্দুল আজিজ, মইনুদ্দিন, মোহাম্মদ হোসেন, আব্দুল হামিদ, খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা আবু তাহের, রাজু সহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহিদের প্রতি বিশেষ দোয়া পরিবেশন করেন নুরুল আমিন। অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রায় ৬ শত আওয়ামী নেতাকর্মী ও পরিবারবর্গ উপস্থিত ছিলেন।