আমিরাতে জাতিরপিতার সকল হত্যাকারীদের বিচারের দাবি

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২ 278 views
শেয়ার করুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের যারা হত্যা করেছিলো তাদের সবাইকে বিচারের আওতায় এনে স্বাধীন বাংলাদেশে এ কলংকময় অধ্যায়ের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। পৃথিবীতে নজির সৃষ্টি করতে বাঙালি জাতি তাদের কলংকের ইতিহাস ন্যায় বিচারে প্রতিষ্ঠা করেছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কিমিটি ফুজাইরাহ পূর্বাঞ্চল আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় এসব বলেছেন বক্তারা।

খোরফাক্কানের নিউ কালিকোট রেস্তোরায় বাংলাদেশের সাথে সংহতি রেখে জাতীয় শোকদিবসের প্রথম প্রহরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি ফুজাইরাহ পূর্বাঞ্চল, বঙ্গবন্ধু পরিষদ বিদিয়া সিটি ফুজাইরাহ পূর্বাঞ্চল ও বঙ্গবন্ধু পরিষদ খোর ফাক্কান সিটি ফুজাইরা পূর্বাঞ্চল নেতৃবৃন্দ।

এর পর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি পলাশ দত্ত। সাধারণ সম্পাদক এম জাহেদ হাসানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহেদুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মোহাম্মদ আলী। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনসারুল হক।

বঙ্গবন্ধু পরিষদ খোর ফাক্কান সিটির যুগ্ম আহবায়ক কলিম উদ্দিনের পবিত্র কোরআন পাঠ ১৫ আগস্টের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়েশুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অলী উল্লাহ, বঙ্গবন্ধু পরিষদ বিদিয়া সিটির সদস্য সচিব জসিম উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ খোর ফাক্কান সিটির যুগ্ম আহবায়ক আনছার উদ্দিন।

এ সময় আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি ফুজাইরাহ পূর্বাঞ্চল এর ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আফাজ উল্লাহ , জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক – আনোয়ার পাশা,সহ- প্রচার সম্পাদক মোহাম্মদ লোকমান,আইন বিষয়ক সম্পাদক সেলিম আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক শিমূল পাল, যোগাযোগ সম্পাদক আবদুল মান্নান , বঙ্গবন্ধু পরিষদ খোর ফাক্কান সিটির যুগ্ম সচিব জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এস এম উসমান ফারুক। এ সময় জাতীয় শোকদিবনেসর ছড়া ও কবিতা পাঠ করেন সাংবাদিক লুৎফুর রহমান ও তিশা সেন।

বক্তারা আরো বলেন ১৫ আগস্ট যারা জাতির পিতা বিশ্বনেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলাদেশের অগ্রযাত্রা কে থামিয়ে দিয়েছিলো তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করে বাকিদের কে বিদেশ থেকে এনে ফাঁসি কার্যকর করার আহবান জানান । তারা একই সাথে আগামী ২০২৩ সালের নির্বাচনকে সামনে রেখে ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাথ কে শক্তিশালী করার আহবান জানান ।

পরে ১৫ আগস্টে নিহত জাতির পিতাসহ পরিবারের সবার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।