আজকের ভাবনা: জীবন চান নাকি শখ?

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, মে ১৯, ২০২০ 726 views
শেয়ার করুন

 

দেশে অভাব কোথায়? বাজারের দিকে একবার তাকান। সুপারমল এবং অভিজাত বিপনী বিতান বন্ধ। সুতরাং উচ্চ এবং মধ্যবিত্তের ঈদের বাজার করার কোন সুযোগ নেই।

কিন্তু, নিম্ন বিত্তের মানুষ লকডাউন উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়েছে ঈদের বাজারের কেনা কাটায়!
সরকারি বিধি নিষেধ এবং কঠোরতা উপেক্ষা করেও তারা প্রাইভেট ট্রান্সপোর্ট সংগ্রহ করে ছুটছে বাড়িতে আত্মীয় স্বজনের সাথে ঈদের আনন্দ উপভোগের জন্য।

তারপরেও অভাবের দোহাই দিয়ে হোম কোয়ারেন্টাইনের বিপক্ষে বলতে হবে?

আশ্চর্য! আজব!!