শারজাহে বৃহত্তর বাগলা প্রবাসী এসোসিয়েসনের ইফতার
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
পৃথিবীর নানাদেশে বাস করেও অনলাইনের মাধ্যমে ঐক্যতার বন্ধনে দেশের দুস্থ মানুষের কল্যাণে কাজ করা যায়। সিলেটের গোলাপ গঞ্জের বাগলা প্রবাসিদের সংগঠন বৃহত্তর বাগলা প্রবাসি এসোসিয়েসন এ নজির সৃষ্টি করে সাধারণ মানুষের ভালবাসা অর্জন করেছে। আমিরাতের শারজাহে সংগঠনের ইফতার মাহফিলে এ কথা বলেছেন বক্তারা।
বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম। আলী আসকরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সভাপতি আব্দুর রব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার পৃষ্ঠপোষক আজমল আলী, উপদেষ্টা শেখ লুৎফুর রহমান, কার্যকরী সভাপতি আজাদ লালন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান চুনু, সহ সভাপতি শেখ মুহিবুর রহমান, সিরাজুল ইসলাম নবাব, যুগ্ম সম্পাদক প্রকৌশলী আব্দুল কাইয়ূম, উপদেষ্টা লুৎফুর রহমান চৌধুরী, সালাহ উদ্দিন মধু, আব্দুল মুকিদসহ আরো অনেকে।

এ সংগঠন বিশ্বের নানা দেশের প্রবাসিদের সমন্বয়ে সংগঠিত হয়েছে। এলাকার শিক্ষা, স্বাস্থ্য এবং গৃহহীনদের ঘর নির্মাণে অতীতে কাজ করেছে। আগামি দিনেও এমন মানবিক কাজ অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।
এ সময় সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, বাহাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইসলাম উদ্দিন, সহ সভাপতি আইযূব আরী, সহ সভাপতি সরফ উদ্দিন, আলিম উদ্দিন সহ আরো অনেকে।
বিশ্বের নানাদেশে বাসকরা বাগলাবাসিদের নিয়ে গঠিত এ সংগঠন ইতোমধ্যে ৭০০ গরীব মানুষকে নগদ অর্থ সহায়তা, এলাকার রাস্তার উন্নয়নে ৫ লক্ষ টাকা অনুদান, অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার ব্যয়ভার বহন, করোনাকালিন সময়ে ৫ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা, কন্যাগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা করে আসছে।


