বড়লেখার কাঠালতলীতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মাহবুবুল আলম চৌধুরী ( জয়নুল) মাহবুবুল আলম চৌধুরী ( জয়নুল)
ভ্রাম্যমান প্রতিবেদক

আজ বড়লেখা উপজেলার কাঠালতলীর অন্যতম সামাজিক সংগঠণ টিম ফিফটিন + এর উদ্দোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠাতত ও ইফতার মাহফিল হয়েছে।
দিনব্যাপী স্থানীয় রুকনপুর আইডিয়াল মাদ্রাসার মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হিফজুল কোরআন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজে কোরআন ছাত্র-ছাত্রীরা তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেন।
কাঠালতলীর বিশিষ্ঠ মুরব্বি হাজি খলিলুর রহমানের সভাপতিত্বে ,নাশিদ শিল্পী ও উপস্থাপক রেজাউল করীমের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মানিক উদ্দিন,লন্ডন প্রবাসী, ইমন আহমদ,অধ্যক্ষ,পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়,সভাপতি কাঠালতলী সমাজ কল্যাণ পরিষদ, জুবায়ের আহমদ শিমুল,অফিসার,ইসলামী ব্যাংক লিমিটেড কাঠালতলী শাখা,জনাব মাওলানা আব্দুল কুদ্দুস,জনাব হাফেজ মাওলানা জাকির হোসেন,হাফেজ হোসাইন আহমেদ।