রাস আল খাইমায় জুলফার বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে ইফতার

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২২ 679 views
শেয়ার করুন

 

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় অবস্থিত গালফ ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিস (জুলফার) এর কর্মরত বাংলাদেশিদের সংগঠন “ জুলফার বাংলাদেশ কমিউনিটি “ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল ২০২২) স্থানীয় রেদা আল আনসারী একচেঞ্জ সংলগ্ন মিজান প্যালেস এ এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহে রমজানের পড়ন্ত বিকেলে সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় হতে পেরে রোজার ক্লান্তি প্রশান্তিতে রূপ নেয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা ডক্টর কামরুজ্জামান ভূইয়া সভাপতিত্বে উক্ত সংগঠনের সকল সদস্য ও তাদের পরিবারবর্গ সহ অন্তত দুই শতাধিক রোজাদার এই ইফতার মাহফিলে উপস্থিত হন।

ইফতারের আগ মুহূর্তে সংগঠনের সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম সংগঠনের কর্মকান্ডের ধারাবাহিকতা ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি এবং দেশের সুনাম ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।