সিলেটের বিয়ানীবাজারে ৪৫০ পিছ ইয়াবাসহ ১ জনকে আটক করেছে পুলিশ

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২২ 592 views
শেয়ার করুন

সিলেটের বিয়ানীবাজারে ৪৫০ পিছ ইয়াবাসহ ১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল পৌনে ৫ টার দিকে মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া পাল পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী গৌছ উদ্দিন জসিম (২৩)। সে মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া পাল পাড়ার আব্দুল মান্নানের ছেলে।

 

পুলিশ জানায়, এসআই যীশু দত্ত ও এসআই প্রদ্যোৎ রায়ের নেতৃত্বে একদল পুলিশ মাদক ব্যবসায়ী গৌছ উদ্দিন জসিমকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ৪৫০ পিছ ইয়াবা জব্দ করা হয়।

এ বিষয়ে সিলেটের  বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, আটক জসিমের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।