প্রবাসী অধিকার ঐক্য পরিষদ কেন্দ্রীয় এবং ইউএই কমিটি গঠন
জাহাঙ্গীর কবীর বাপপি জাহাঙ্গীর কবীর বাপপি
সাংবাদিক, আবুধাবী
আমিরাত ভিত্তিক প্রবাসীদের সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সংযুক্ত আরব আমিরাত কমিটি ২০২২-২০২৩ গঠন করা হয়েছে।করোনা পরিস্থিতির কারণে স্থানীয় সময় ১৭ মার্চ সকালে এক ভিডিও কনফারেন্সের (জুম) মাধ্যমে নবগঠিত এই কমিটি দুটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে গিয়াস মোহাম্মদ (ইউএই), সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান রাজীব (সৌদি আরব) এবং সাংগঠনিক সম্পাদক পদে রুহুল আমিন (সৌদি আরব) মনোনীত হয়েছেন। কেন্দ্রীয় কমিটি ৮৫ সদস্য বিশিষ্ট।
৬৭ সদস্য বিশিষ্ট সংযুক্ত আরব আমিরাত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আলী আকবর। এতে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সোহাগ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ হাসান খান মনোনীত হয়েছেন।বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, ওমান,মালয়েশিয়া সহ আরো কয়েকটি দেশে সংগঠনের কার্যক্রম চালু রয়েছে।
বিশ্বে ছড়িয়ে ছিটে থাকা সোয়া এক কোটিরও বেশী প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ন্যায্য ও যৌক্তিক অধিকার,মৌলিক নাগরিক অধিকার সুরক্ষা,অসহায় বঞ্চিত নিপীড়িত প্রবাসীদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধান ও সম্ভাবনা নিয়ে কাজ করা সহ ১০ দফা কর্মসূচির ভিত্তিতে ২০২১ সালে এ সংগঠনটি আত্মপ্রকাশ করে।


