আমিরাতে এখন আর কেবল বাংলাদেশি শ্রমিকের গল্পের দিন শেষ। এখন বাংলাদেশি ব্যবসায়িরা আমিরাতের বাজারে বিশ্বের নানাদেশের সাথে পাল্লা দিয়ে মর্যাদার সাথে বাণিজ্য করে আসছে। এরফলে কর্মসংস্থান তৈরীর পাশাপাশি দেশ রপ্তানিখাতে বিশাল আয় করছে। আগামিতে বাংলাদেশি ব্যবসায়িরা নানারকম বাণিজ্যমেলা করে দেশের পণ্য বিদেশে বাজারজাতে আরো সহজ করবে। আমিরাতের আজমানে বাংলাদেশ বিজনেসম্যান এসোসিয়েশনের বার্ষিক নির্বাচনে এ কথা বলেছেন বাংলাদেশ কনসুসেলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।
শুক্রবার আজমানের একটি ফার্ম হাউসে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশারের পরিচালনায় বক্তব্য রাখেন কনসুলেটের দ্বিতীয় সচিব মোজাফফর হোসেন, সিআইপি মাহাবুব আলম মানিক, ইসমাইল গণি চৌধুরী, আব্দুল আলিম, এম এ কুদ্দুস খাঁ মজনু, মনসুর সবুর, লায়ন নজরুল ইসলাম, প্রকৌশলী আবু নাসের চৌধুরী, কাওসার নাজ নাসের সহ আরো অনেকে।

পরে নির্বাচনে কুমিল্লার ঐাতহ্যবাহি শিকদার পরিবারের ছোটছেলে শাফায়াত শিকদারকে সভাপতি, মকবুল হোসেনকে সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
এ সময় আরো বক্তব্য রাখেন বারেকুজ্জামান, প্রকৌশলী মনিরুল ইসলাম, এমরান আহমদ, রাজু আহমদ, শেখ রিয়াজ আহমদ রানা, মনোয়ার হোসেন, টিপু মিয়া, আমিরুল ইসলাম, আবু সুফিয়ান মিতুল।
অনুষ্ঠানে নানারকম দেশীয় খেলাধুলার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন অতিথিরা।

সভাপতি সিকদার মোঃ সাফায়েত উল্লাহ কুমিল্লার মেঘনা উপজেলার ঐতিহ্যবাহী সিকদার পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য। উনার আপন বড় ভাই মেঘনা উপজেলা চেয়ারম্যান, আরেক ভাই টানা তিনবারের নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অন্য ভাই বাংলাদেশ সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা। সিআইপি মাহবুবুর রহমান মানিক ও আব্দুল আলিম এই সংগঠনে উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করার জন্য মনোনীত হন।


