
ত্রাণ বা সহায়তা নয় বাংলাদেশ পুলিশের ভালোবাসা হিসেবে পুলিশে বিভিন্ন ইউনিটে কর্মরত মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা’র সকল পুলিশ সদস্যবৃন্দ মিলে করোনা মহামারী পরিস্থিতিতে নিজ উপজেলার অসহায় ও কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছেন। শনিবার ও রবিবার (১৬ ও ১৭ই মে) দু’দিনে জুড়ী উপজেলার ৬ টি ইউনিয়নে ২৪০ টি পরিবারের মধ্যে এসব উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
উপহার সামগ্রীর গায়ে লেখা “ত্রাণ বা সহায়তা নয়, বাংলাদেশ পুলিশের ভালবাসা”। করোনা পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগে বাধা-নিষেধ থাকার কারণে তাদের পরিবারের সদস্যগন ও স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে তারা এসব উপহার সামগ্রী পৌঁছে দেন। জুড়ী থানার অফিসার ইনচার্জ ও তাদের এই মহৎ উদ্যোগে যোগ দেন।
জানা যায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার সহকারি পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে, সিলেট এয়ারপোর্ট থানার কালাগুল পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাব ইন্সপেক্টর আঃ আজিজ শিমুল, সিলেট জেলা পুলিশের রিজার্ভ অফিসে কর্মরত এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর শাহাব উদ্দিন সবুজ এবং ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেট এর হিসাব শাখায় কর্মরত এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ক্লার্ক) মোঃ সহিদুর রহমান পাবেল এই মহৎ উদ্যোগের সমন্বয় সাধন করেন।
উপহার সামগ্রীর মধ্যে ছিল, চাল, তেল, চিনি, ময়দা, সেমাই ও আলু যা দিয়ে ৫ সদস্যের একটি পরিবার ১০-দিন চলতে পারবে।
ফোনআলাপে যোগাযোগ করা হলে সিনিয়র এএসপি পলাশ রঞ্জন দে জানান, নিজের দায়িত্ববোধ থেকে আমরা জুড়ীর উপজেলার পুলিশ সদস্যগন আমাদের জন্মস্থানের কর্মহীন মানুষের পাশে দাড়ীয়েছি, ভবিষ্যতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।