আমরা ভীত নই: জেলেনস্কি

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২২ 346 views
শেয়ার করুন

পূর্ব ইউক্রেনের দুই অঞ্চলকে রাশিয়া স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে দেওয়া ভাষণে তিনি বলেন, রাশিয়ার নেওয়া পদক্ষেপে ইউক্রেনের মর্যাদা এবং সার্বভৌমত্ব ক্ষুন্ন হয়েছে। ‘আমরা ভীত নই’। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।

 

পশ্চিমা বিশ্বের সতর্কতা ও হুঁশিয়ারিকে উপেক্ষা করে পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বিচ্ছিন্ন দুই অঞ্চলকে স্বীকৃতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে এক আদেশে স্বাক্ষর করেছেন তিনি। এর পরপরই পূর্ব ইউক্রেনের ওই দুই অঞ্চলে রাশিয়ার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

 

 

এর প্রেক্ষিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার বক্তব্য যাই হোক না কেন ইউক্রেনের আন্তর্জাতিক সীমানা একই আছে।’ রুশ পদক্ষেপের কারণে শান্তির উদ্যোগ এবং আন্তর্জাতিক আলোচনার বর্তমান প্রক্রিয়া নস্যাৎ হবে।

 

তিনি বলেন, ইউক্রেন শান্তি চায় আর রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানকে সমর্থন করে। ‘আমরা ভীত নই।’ ইউক্রেন আন্তর্জাতিক সহযোগীদের কাছ থেকে স্পষ্ট ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় আছে।

 

 

ভলোদিমির জেলেনস্কি জোর দিয়ে বলেন, ইউক্রেন কাউকে কোনও কিছু ছেড়ে দেবে না।