সালমা আহমেদ এশীয় প্যাসিফিক অঞ্চলের রাষ্ট্রদূত পত্নীদের সংগঠনের সভাপতি নির্বাচিত
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের পত্নী সালমা আহমেদ আমিরাতে কর্মরত এশিয়া-প্যাসিফিক অঞ্চলের রাষ্ট্রদূত পত্নীগণের সংগঠন “এশিয়া প্যাসিফিক গ্রূপ অব স্পাউজেস অব অ্যাম্বাসেডরস ইন ইউএই” এর সভাপতি নির্বাচিত হয়েছেন।তুরস্কের রাষ্ট্রদূত পত্নী এতে সহ সভাপতি এবং টোগোর রাষ্ট্রদূত পত্নী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এটি একটি অরাজনৈতিক সংগঠন যা তার ২৭টি সদস্য দেশের মধ্যে সাংস্কৃতিক সমঝোতা বৃদ্ধি ও মৈত্রী সৃষ্টিতে ,পর্যটন শিল্পের বিকাশসহ বহুমুখী সৃজনশৈলীর চর্চায় কাজ করে থাকে।গত মঙ্গলবার আবুধাবিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।


