সিলেটের গোলাপগঞ্জে একসাথে ১৪ জন আক্রান্ত

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, মে ১৭, ২০২০ 771 views
শেয়ার করুন

সিলেটের গোলাপগঞ্জে মহামারি করোনা থাবা ভংকর রূপ নিচ্ছে। এ উপজেলায় একসাথে বিভিন্ন বয়সের নতুন ১৪ করোনা আক্রান্ত হয়েছেন! এরা সবাই করোনা আক্রাম্ত বৃদ্ধ রোগীর সংস্পর্শে এসে ছিলেন। এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে গোলাপগঞ্জ উপজেলা সাস্থ্য বিভাগ।

গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী জানান, পৌর এলাকার টিকরবাড়ি এলাকার করোনা ভাইরাসে আক্রান্ত বৃদ্ধের সংস্পর্শে আশা ৪২ জন সহ আরো মোট ৫৬ জনের নমুনা সংগ্রহ করে শুক্রবারে সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করলে তাদের মধ্যে ১৪ জনের করোনা পজেটিভ আসে।

এরমধ্যে টিকরবাড়ি এলাকার ১৩ জন ও আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল গ্রামের ১জন। করোনা আক্রান্তরা হলেন- ৩০ থেকে ৪০ বছর বয়সী পুরুষ ৪জন, ১৭ থেকে ৪০ বছর বয়সের মহিলা ৯জন এবং ৬ বছরের এক শিশু।

এদিকে, টিকরবাড়ির ১৩ জন করোনা আক্রান্তদের বাড়ি আগেই লকডাউন করা হয়েছে। সুন্দিশাইল গ্রামের ১জনের বাড়ি লকডাউনও তাদের পরিবারের নমুনা সংগ্রহ করা হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।