আমিরাতে একদিনে করোনায় আক্রান্ত ২৫১৫

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২ 562 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ দিন মোট ৩ লাখ ৭১ হাজার ৩৮৪টি নমুনা পরীক্ষা করা হয়।

সোমবার (৩ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬৯ হাজার ৬০৮ জন, মারা গেছেন ২ হাজার ১৬৯ জন ও সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৭ হাজার ৭১৫ জন। দেশটিতে এ পর্যন্ত ১১২.২ মিলিয়নেরও বেশি পিসিআর পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে ২০১৯ সালের ২৯ জানুয়ারি সর্বপ্রথম চিনের উহান থেকে আসা একটি পরিবারের শরীরে করোনার উপসর্গ ধরা পড়ে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অন্যান্য রাজ্য থেকে প্রবেশ করতে যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের বেলায় আল-হোসেন অ্যাপে গ্রিন সিগন্যাল থাকতে হবে অথবা যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের বেলায় ৯৬ ঘণ্টার মধ্যে করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে।