মৌলভীবাজারের বড়লেখায় এনআরবি ব্যাংকের যাত্রা শুরু

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২১ 455 views
শেয়ার করুন

এনআরবি ব্যাংক মানেই প্রবাসিদের ব্যাংক। এ ব্যাংক প্রবাসি জনগেষ্ঠির উন্নয়নে কাজ করছে। আগামিতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখায় এনআরবি ব্যাংকের শাখা উদ্বোধনীতে এ কথা বলেছেন এনআরবি ব্যাংকের পরিচালক সিআইপি আলহাজ্ব আব্দুল করিম। তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

প্রশান্ত কুমার সিংহের পরিচালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা পৌর মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী।

এ সময় আরো বক্তব্য রাখেন এনআরবি ব্যাংকের অলি আহাদ চৌধুরী, বড়লেখা উপজেলা নির্বাহি অফিসার খন্দকার মুদাসসির বিন আলি , বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সালেহ আহমেদ জুয়েল, বড়লেখা সদর ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সুজানগর ইউপির সাবেক চেয়ারম্যান নসিব আলী, আমিরাত প্রবাসি খলিলুর রহমান খলু, যুক্তরাষ্ট্র প্রবাসী সইফুউদ্দিন।

এদিকে বড়লেখা শহরের হ্যাপী কমপ্লেক্সে এ ব্যাংকের যাত্রা শুরু হওয়াতে বড়লেখাবাসি ও পৃথিবীর নানা দেশে বসবাসরত বড়লেখার প্রবাসিরা আনন্দ প্রকাশ করেছেন।