আবারো শীর্ষ সিআইপি মর্যাদা গ্রহণ করলেন সিলেটের মাহতাব

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২১ 469 views
শেয়ার করুন

এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানিজ, ইউএই-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সিলেটের বিয়ানীবাজারের কৃতী সন্তান মাহতাবুর রহমান নাসির তার অসামান্য কাজের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ‘বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (সিআইপি) হিসেবে সম্মানিত হয়েছেন।

দেশের অর্থনীতিতে অবদান। জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ডাঃ এ কে আব্দুল মোমেন এমপির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন।

শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১ তারিখে বিআইসিসি, ঢাকা, বাংলাদেশ-এ আয়োজিত এক অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের। জনাব ইমরান আহমেদ, এমপি, মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, সভায় সভাপতিত্ব করেন।

জনাব রহমান এনআরবি ক্যাটাগরিতে ২০১৯ সালের জন্য যথাযথ চ্যানেলের মাধ্যমে প্রেরকদের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরকের খেতাব অর্জন করেছেন। তিনি টানা ৮ বছর সিআইপি মর্যাদা অর্জন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব আনিসুল ইসলাম মাহমুদ, এমপি, চেয়ারম্যান, সংসদীয় স্থায়ী কমিটির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।