৬৫ বছর বয়স পর্যন্ত প্রবাসিকল্যাণ বোর্ডের সদস্য হতে পারবেন

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২১ 721 views
শেয়ার করুন

দীর্ঘদিন ধরে প্রবাসে বাস করা বাংলাদেশিদের দাবি ছিলো প্রবাসিকল্যাণ বোর্ডের বয়স সীমা বাড়ানো। আগে তা নির্ধারণ ছিলো ৫৯ বছরে। এখন সরকার তা বিবেচনা করে ৬৫ বছর পর্যন্ত প্রবাসিদের কল্যাণবোর্ডের সদস্য করার কথা জানিয়েছে। বায়ান্ন টিভিকে এ তথ্য জানান কনসুলেটের শ্রম কাউন্সেলর ফাতেমা জাহান।

প্রবাসিকল্যাণ বোর্ডের সদস্য হতে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ে ১৬০ দিরহামের বিনিময়ে তা হওয়া যাবে। সদস্য কেউ মারা গেলে তার লাশ বহনের জন্য বিমানবন্দরে ৩০ হাজার টাকা এবং পরবর্তীতে তার পরিবারকে ৩ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হবে। এ ছাড়া প্রবাসি সন্তানদের জন্য শিক্ষাবৃত্তিসহ নানা সুবিধা রয়েছে। যারা সদস্য হবেন না তারা এ সুবিধা পাবেন না।