সিলেটের নারী উদ্যোক্তা শাহানা চৌধুরীর পরিচালনায়, তাঁতরঙ এর আয়োজনে নগরীর জেলরোডস্ত পানসী ইন’র ২য় তলায় আগামী ১১,১২,১৩ই নভেম্বর বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত ঐতিহ্যবাহী দেশীয় পন্যের প্রদর্শনী ও বিক্রয়মেলা শুরু হচ্ছে। এতে থাকছে, একই ছাদের নীচে,রকমারী শাড়ী, রেডি আনরেডি থ্রী–পিছ, হিজাব,জুয়েলারি সেট,কসমেটিকস, পারফিউম, বিউটি প্রোডাক্ট, লেডিস আন্ডার গার্মেন্টস, বেবি প্রোডাক্ট, কুর্তি,শীতের শাল সহ রকমারি দেশীয় পন্য। সেই সাথে থাকছে, হেমন্ত চুড়ি উৎসবে এলেই চুড়ি ফ্রি, বিশেষ আকর্ষণ ক্রেতাদের জন্য কুপন কেনাকাটা করলে ফ্রি কুপন,তাছাড়া সকল পন্যের উপর বিশেষ ছাড়। কুপনের র্যাফেল ড্র তে রয়েছে, প্রথম পুরস্কার নভেম ইকো–রিসোর্ট এ কাপল ফ্রি একরাত থাকার ব্যাবস্থা, ২য় পুরস্কার কফি এক্সপ্রেস এ ফ্যামেলি ডিনার, ৩য় পুরস্কার টিপটপ মার্টের পক্ষ থেকে প্রসাধনী গিফট বক্স,৫ম ও ৬ষ্ঠ পুরস্কার নারীর পক্ষ থেকে গিফট ভাউচার এছাড়াও রয়েছে আরো অন্যান্য পুরস্কার।
তাঁতরঙ এর আয়োজন সম্পর্কে উদ্যোক্তা শাহানা চৌধুরী জানান,করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে অতিক্ষুদ্র কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাগণ। ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের ক্ষতির বিষয়টি বিবেচনা করে উদ্যোক্তাদের অনুরোধের প্রেক্ষিতে এ প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়েছে।
বিশেষ করে অনালাইন উদীয়মান উদ্যোক্তাদের অনুপ্রেরণা হিসেবে এ আয়োজন।তিনি স্বাস্থ্যবিধি মেনে সবাইকে পন্যপ্রদর্শনী মেলায় আসার আমন্ত্রণ জানান।


