আমিরাতে ফিরছেন আটকে থাকা শ্রমিকরা

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২১ 629 views
শেয়ার করুন
সংযুক্ত আরব আমিরাতে ফিরতে শুরু করেছেন দেশে আটকে থাকা আমিরাত প্রবাসীরা। গত ১২ দিনে প্রায় ১৫ হাজারের ও বেশী শ্রমিক আমিরাতে এসেছেন।
 
ঢাকা বিমানবন্দরে স্থাপিত ছয়টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৫ হাজারের বেশি প্রবাসীকর্মী ইউএই গেছেন। বাংলাদেশ থেকে আমিরাত আসা পর্যন্ত করোনাটেষ্ট এর রিপোর্ট ৪৮ ঘন্টার মধ্যে হতে হবে। অন্যদিকে এয়ারপোর্টে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ফ্লাইটের ৬ ঘন্টার মধ্যে করোনার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলেই আমিরাতে আসতে কোন বাধা নেই বলেই জানিয়েছেন বিমানবন্দর কতৃপক্ষ।
 
আমিরাতে ফিরতে হলে আপনাকে যা যা করতে হবে।
 
১। আমিরাত এর দুবাই প্রদেশের ভিসা হলে GDRFA এপ্রোভাল এবং আবুধাবী বা অন্য প্রদেশের ভিসা হলে ICA এপ্রোভাল কপি লাগবে।
২। গ্রীন সিগনাল থাকতে হবে। গ্রীন সিগন্যালের ফটোকপি লাগবে।
৩। ৪৮ ঘন্টার মধ্যে করা করোনা পরীক্ষার রিপোর্ট দুই কপি লাগবে। এক কপি এয়ারপোর্টে আরটি-পিসিআর করার সময় দিতে হবে।
৪। ৪৮ ঘন্টার মধ্যে করা করোনা পরীক্ষার রিপোর্ট এয়ারপোর্টে থাকা স্বাস্থ্য হেল্প ডেস্ক থেকে সত্যায়িত করতে হবে।
৫। টিকেট দুই কপি লাগবে। এক কপি এয়ারপোর্টে আরটি-পিসিআর করার সময় দিতে হবে।
৬। আরটি-পিসিআর করার পর রিপোর্ট হাতে পাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। রিপোর্ট পাওয়ার পর স্বাস্থ্য হেল্প ডেস্ক থেকে সত্যায়িত করতে হবে। পরে আরটি-পিসিআর রিপোর্ট দুই কপি করতে হবে।
৭। GDRFA বা ICA এপ্রোভাল কপি, ৪৮ ঘন্টার মধ্যে করা করোনা পরীক্ষার রিপোর্ট (সত্যায়িত কপি), আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট (সত্যায়িত কপি), টিকেট ও পাসপোর্ট নিয়ে বোডিং কাউন্টার থেকে আবারো সত্যায়িত করতে হবে।
৮। সর্বশেষে বোডিং পাস নিয়ে এমিগ্রেশন করে আমিরাতের ফ্লাইটে উঠে যাবেন।