লোকমান আহম্মদ আপন এর কবিতা ‘মানুষ একটি সংখ্যা মাত্র’

লোকমান আহম্মদ আপন লোকমান আহম্মদ আপন

ছড়াকার, লেখক ও সাংবাদিক

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, মে ১৫, ২০২০ 876 views
শেয়ার করুন

করোনাকালীন মহা দুর্যোগ আবারও শক্তভাবে
মনে করিয়ে দিয়েছে, আমরা আসলে মানুষ নই। আমরা
তেমন কিছুই নই, আমরা শুধু একটি সংখ্যা মাত্র। সংখ্যাটি
এখন যোগে আছে, আছে বিয়োগেও । খামখেয়ালীর পৃথিবীতে
হাজারও প্রচেষ্টার পরেও মানুষ আসলে
মানুষ হতেই পারেনি। থেকে গেছে
একটিমাত্র সংখ্যা হয়ে। অংকের জটিল মারপ্যাচ ছাড়া, সংখ্যা কী আর
কোন কাজে লাগে? লাগেনা। করোনা মহামারী সেটা
প্রমাণ করে দিয়েছে শুক্তভাবে।

কোভিড ঊনিশ প্রমাণ করে দিলো, মানুষ আসলে মানুষ নয়। মানুষ
একটি সংখ্যা ছাড়া আর কিছুই নয়। মানুষের
সকল দম্ভ, আভিজাত্য আর বিভেদ খসিয়ে মানুষ নামের পরিচয়
বিলীন করে দিয়ে
করোনা মাহমারী অহংকারী মানুষকে সংখ্যাতত্বে
স্থায়ী করে দিয়েছে। সংখ্যা থেকে কোনভাবেই মানুষের আর
মুক্তি নেই। কোনভাবেই সংখ্যা থেকে মানুষের আর
মানুষ হবার সম্ভাবনাও নেই।