কানাডায় ফেডারেল নির্বাচন আজ: ৮ বাংলাদেশি কি চমক দেখাতে পারবেন?
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
ইমিগ্রেশনের ক্ষেত্রে তারা নানা সুবিধা পাচ্ছে। দলের পরিচয়ের বাইরে আমি একজন কানাডিয়ান বাংলাদেশি হিসেবে সবার কাছে ভোট চাই। আশা করছি বাঙ্গালী ভাইয়েরা আমাকে বিমুখ করবেন না। কনজারভেটিভ দলের আরেক প্রার্থী সৈয়দ মহসিন ঢাকার মিরপুরের সাবেক সাংসদ এবং ঢাকা সিটির ডেপুটি মেয়র এস এ খালেকের পুত্র। সৈয়দ মহসিন ১৯৯৩ সালে্র উপ-নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
প্রয়াত হারুন মোল্লার শূন্য আসনের উপ-নির্বাচনে তিনি কামাল মজুমদারকে হারিয়ে বিজয় অর্জন করেন। তিনি বলেন, কানাডায় প্রথম নির্বাচন করলেও আমার রক্তে মিশে আছে রাজনীতি। ছাত্রজীবন থেকে রাজনীতি করেছি, উচ্চতর পড়াশোনা করেছি আমেরিকায়। এসব অভিজ্ঞতা এবার কাজে লাগাবো। আমার এলাকা সোরি-নিউটনের বর্তমান এম পি লিবারেল পার্টি একজন শিখ। চারবার নির্বাচিত হয়ে এখন নানা কারণে তিনি বিতর্কিত। ফলে শিখ সম্প্রদায়ের ভোটারেরা আমাকে সমর্থন দিচ্ছেন।
আরেক কানাডিয়ান- বাংলাদেশি নামির রহমান এনডিপি থেকে এবারও নির্বাচন করছেন। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো নির্বাচন করছেন। তিনি ২৫ বছর যাবৎ কানাডায় বসবাস করছেন। কানাডায় পলিটিক্যাল সায়েন্সে তিনি পড়াশোনা করেছেন।
গ্রিন পার্টি থেকে অশোয়া আসনে মনোনয়ন পেয়েছেন সানী মীর। তিনি মা–বাবার সঙ্গে ইমিগ্রেশন নিয়ে কানাডায় আসেন। কানাডার ইয়র্ক ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেন। এর আগে তিনি এ আসনের একটি এলাকা থেকে কাউন্সিলর নির্বাচন করেছিলেন। সাধারণ বাঙ্গালীরা বলছেন, এবারের ফেডারেল নির্বাচনে কি চমক দেখাতে পারবেন আট বাংলাদেশি কানাডিয়ান? আজকের পরই সব খোলাসা হবে।


