বায়ান্ন টিভি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসি। মুক্তমতেও বিশ্বাসি। তবে কাউকে হেয় করে কিছু প্রচার/প্রকাশ করতে কখনো আগ্রহি নয়। মুক্তচিন্তা বিভাগে লন্ডনের লেখক শামসুর সুমেল কর্তৃক একটি লেখায় আপত্তিকর শব্দচয়ন করায় লেখাটি আমরা ডিলেট করেছি। এ জন্য আন্তরিক ক্ষমাপ্রার্থী আমরা। যদিও মুক্তচিন্তা বিভাগের দায় একান্ত লেখকের তবুও এসব আপত্তিকর শব্দ আমাদের অপ্রত্যাশিত।
—- বায়ান্ন টিভি পরিবার


