কাতার প্রবাসীদের মানবেতর জীবনযাপন, দেখার কেউ নাই!

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, মে ১৩, ২০২০ 810 views
শেয়ার করুন

করোনা পরিস্থিতিতে কাতারে বেকার হয়ে মানবেতর জীবনযাপন করেছেন হাজার হাজার বাংলাদেশি। যাদের বেশির ভাগ ফ্রি ভাসার মানুষ। অন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, সারা বিশ্বে করোনা পরিস্থিতি ২০২১ সাল পর্যন্ত চলবে। এ অবস্থায়, দীর্ঘদিন ধরে বেকার হয়ে পড়া বাংলাদেশিদের পকেটের টাকা ফুরিয়ে গেছে। খাবার কেনার টাকা পয়সা নাই, রুমের ভাড়া দেওয়ার টাকা নাই।

হাজারো প্রবাসী কাতার চ্যারিটিতে ত্রাণের জন্য আবেদন করেছেন। অনেক ত্রাণ পেয়েছেন, অনেকে এখন কোনো ত্রাণ পাননি। কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কিছু ত্রাণ বিতরণ করতে শোনাগেছে। বিপদগ্রস্ত খাদ্যহীন প্রবাসীদের প্রতিটি দিন কাটছে দুশ্চিন্তায়। এ অবস্থায় কাতারের থাকা হাজারো বাংলাদেশি দেশে ফিরতে চটপট করছেন। সাবার একটাই প্রশ্ন বাংলাদেশের সাথে কাতারের বিমান ফ্লাইট কবে শুরু হবে? কিন্তু কাতার এবং বাংলাদেশের মধ্যে ফ্লাইট বন্ধ থাকায় কেউই দেশে ফিরে যেতে পারছেন না।

এদিকে কাতারে করোনা পরিস্থিতি দিনদিন অবনতি হচ্ছে। কাতারে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ২৬ হাজার ছাড়িয়েগেছে, বর্তমানে কাতারে প্রতিদিন হাজারের উপর মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। প্রবাসীদের কাজকাম শূন্যে নেমে এসেছে। দেশে মানুষ ত্রাণ পাচ্ছেন খেয়ে বাঁচার সুযোগ আছে কিন্তু প্রবাস নামক এই কাতারে ত্রাণ বা খাদ্য পাওয়া ভাগ্যের ব্যাপার।

অথবা কাতারে কেউ ত্রাণ পেয়ে খেয়ে বেঁচে থাকবেন এমনটি কেউ স্বপ্নেও দেখতে পান না। তাই আগামী দিনগুলোতে কিভাবে বেঁচে থাকবেন সেই চিন্তা মাথায় আসতে নজিরবিহীন বিপদে পড়া প্রবাসীদের গাঁ শিউরে উঠতেছে। সবার একটা চিন্তা, এভাবে কতদিন বাঁচবেন? এই দুর্বিষহ প্রবাস জীবন ছেড়ে কবে ফিরে যাবেন নিজ দেশে? এই পরিস্থিতিতে কাতারে আটকা পড়া হাজারো প্রবাসীর জুর দাবি বাংলাদেশ সরকার যেনো তাদের জরুরি ত্রাণ সহায়তা দেয় এবং যতদ্রুত সম্ভব দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করে।