করোনাভাইরাসে বিপর্যস্ত ইংল্যান্ড: আবারো ন্যাশনাল লকডাউন

এম এ জামান এম এ জামান

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৬:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১ 642 views
শেয়ার করুন
যুক্তরাজ্যে নতুন করে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন  ইংল্যান্ডে জাতীয় লকডাউন ঘোষণা করেছেন। তিনি  সোমবার রাতে আট মিনিটের একটি টিভি ভাষণে এই পদক্ষেপের কথা প্রকাশ করেন। নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমনের কারণে দেশের প্রতিটি অঞ্চলে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা। ভাষণে  জনসাধারণকে নতুন নিয়মগুলি মেনে চলতে প্রধানমন্ত্রী আহ্বান জানান। এ নিয়ে তৃতীয়বার জাতীয় লকডাউন জারি করা হলো।
ইংল্যান্ডের নতুন এই লকডাউন ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত বলবৎ থাকবে। । প্রধানমন্ত্রী বরিস জনসন প্রায় ১৪ মিলিয়ন লোককে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি করোনাভাইরাসের বিস্তার রোধে জাতীয় লকডাউনে ঘরে অবস্থান করে জীবন বাঁচানোর পরামর্শ দিয়েছেন। । জাতীয় এই লকডাউনে পুরো দেশ জুড়ে লোকেরা এখন পাঁচটি ব্যতিক্রম বাদে বাড়িতে থাকতে হবে।
(ক) কাজের জন্য, যদি লোকেরা বাড়ি থেকে কাজ করতে না পারে যেমন যেমন নির্মাণ সেক্টরে এবং কী ওয়ার্কার। (খ)  প্রয়োজনীয় খাবার ও ঔষধের প্রয়োজনে। (গ) স্থানীয় লোকালয়ে প্রতিদিন একবার অনুশীলন করা। অথবা শারীরিক অনুশীলনে অন্য একজনকে সাপোর্ট করা। (গ) কেয়ার সার্ভিস ও ভলনারেবল মানুষের সহায়তা করা এবং (ঙ) মেডিক্যাল  অ্যাপয়েন্টমেন্টে অংশ নিতে, চিকিত্সা সেবা বা করোনভাইরাস টেস্ট করাতে, সহিংসতা ও ক্ষতিগ্রস্তের হবার হুমকি থেকে রক্ষা করতে বাহিরে যাওয়া যাবে। তাছাড়া সমস্ত প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলি মঙ্গলবার থেকে বন্ধ থাকবে এবং অনলাইন শিক্ষা কার্যক্রম চলবে। তবে কী ওয়ার্কার ও ভলনারেবলদের সন্তানদের জন্য স্কুল খোলা থাকবে।
গত এক সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা  ৩০% এরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং গত এপ্রিলে করোনভাইরাস সংক্রমণের প্রথম তরঙ্গের শীর্ষের চেয়ে এখন ৪০% বেশি। আগের সপ্তাহের তুলনায় গত সাত দিনে মৃত্যুর সংখ্যাও প্রায় ২৫% বৃদ্ধি পেয়েছে। সোমবার যুক্তরাজ্যে ৫৮,৭৮৪ টি নতুন করোনাভাইরাস কেস রেকর্ড করা হয়েছে। মহামারীটি শুরু হওয়ার পর থেকে এটি একদিনের সর্বোচ্চ রেকর্ড।