হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ ইউকে’র কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্টিত
এম এ জামান এম এ জামান
বায়ান্ন টিভি

গাজায় ইসরায়েলী আগ্রাসনের নিন্দা ও হামলা বন্ধের আহ্বান
হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ ইউকে’র নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটির প্রথম সভা গত সোমবার ১৮ ডিসেম্বর ব্রিকলেইনস্থ অস্থায়ী কার্যলয়ে সন্ধ্যা ৭টায় সংস্থার সভাপতি সিনিয়র সাংবাদিক রহমত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউন্সিলার আয়াস মিয়ার পরিচালনায় অনুষ্টিত হয়।
সভায় সংগঠনের সহ সভাপতি ও টাওয়ার হ্যাঁমলেট কাউন্সিলের সবেক স্পিকার আহবাব হোসেন গাজায় নিহত ও আহত নারী ও শিশুদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে ইসরায়েলী হামলার নিন্দা ও যুদ্ধ বন্ধের প্রস্তাব করলে সর্ব সম্মতভাবে নিন্দা প্রস্তাব গৃহীত হয়। তাছাড়া সভায় বার্মিংহাম শাখা সভাপতি আশরাফ আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করে মোনাজাত করা হয়।
কার্যনিবাহী কমিটির প্রথম এই সভায় বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আব্দুল মুকিত চুন্নু এমবিই, সহ সভাপতি ও সাবেক স্পিকার আহবাব হোসেন, সহ সভাপতি ও ব্যবসায়ী নেতা শাহ মুনিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহকারী ট্রেজারার আবু সবুর ও আব্দুল হান্নান, লিগ্যাল এফেয়ার্স সলিসিটির মনিরুজ্জামান ও ইসি মেম্বার রেদোয়ান খাঁন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় ইউকে শাখার বিগত বছর সমুহের কার্যক্রম, সফলতা ও আগ্রগতি তুলে ধরার জন্য একটি ম্যাগাজিন প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং বাস্তবয়নের জন্য ৩ সদস্য বিশিষ্ট উপকমিটি করা হয়। অপরদিকে বাংলাদেশ বিমানের যাত্রী হয়রানি বন্ধে পদক্ষেপ অব্যাহত রাখার উপর গুরুত্বরোপ করা হয়।
সভায় অতিথি ও পর্যবেক্ষক উপস্থিত ছিলেন কাউন্সিলার ওসমান গনী, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম ও নেসার আলী লিলু, এডভোকেট মোঃ আমিরুল ইসলাম, এসিস্টেন্ট কমিউনিটি এফেয়ার্স কাজী খালেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ফারুক মিয়া, নেসার আলী লিলু, ইসি মেম্বার মোঃ ওয়ারিস আলী ও সহ সাধারণ সম্পাদক শেখ মুদাব্বির হোসেন মধু মিয়া প্রমুখ।