এইচএসসি-সমমানের পরীক্ষায় শান্তিগঞ্জে মোট পরীক্ষার্থী ৬শ ১৯

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩ 252 views
শেয়ার করুন
চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে  আগামীকাল বৃহস্পতিবার। শান্তিগঞ্জ উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষায় ৫শ ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। যা গত বছরের তুলনায় ১শ ১৮ জন বেশি। বরাবরের মতো এবারও ছেলেদের তুলনায় বেশি মেয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন। অপরদিকে, উপজেলার দুই মাদ্রাসা থেকে মোট ৬৯ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিবেন।
কেন্দ্র ও মাদ্রাসা সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলায় একমাত্র এইচএসসি পরীক্ষা কেন্দ্র হচ্ছে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ। এ কেন্দ্রে চার কলেজের ৫শ ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন। তাদের মধ্যে মেয়েদের সংখ্যা ৩শ ৪৪ ও ছেলেদের সংখ্যা ২শ ৬ জন। সকলেই মানবিক বিভাগ থেকে অংশ নিচ্ছেন। এ কেন্দ্রে আবদুল মজিদ কলেজ থেকে সর্বোচ্চ ১শ ৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন। পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ থেকে ১শ ৪৩ জন, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১শ ৪২ জন ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ থেকে ৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন। এদিকে, উপজেলার আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৪৫ জন ও আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ২৪ জনসহ মোট ৬৯জন শিক্ষার্থী এইচএসসি সমমানের আলিম পরীক্ষায় অংশ নিবেন। তারা সুনামগঞ্জ সদরের ষোলোঘর দ্বীনি সিনিয়র মাদ্রাসা কেন্দ্র থেকে পরীক্ষা দিবেন।
আক্তাপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সুপার মাও. মো. মঈনুল ইসলাম বলেন, আমরা এখনো সুনামগঞ্জ সদরে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে। এবছর আবেদন করবো। আমি সম্পূর্ণ আশাবাদী, আমরা আলিম পরীক্ষার কেন্দ্রের অনুমোদন পাবো।
সুষ্ঠুভাবে পরীক্ষার দায়িত্ব পালন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন কেন্দ্র সচিব ও পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন। তিনি বলেন, ২০২১ সাল থেকে উপজেলার চার কলেজের শিক্ষার্থীরা নিজেদের কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। গত দুই বছর কোনো সমস্যা হয়নি। আশা করছি এবছরও কোনো সমস্যা হবে না। আমাদের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেই আমরা পরীক্ষা শুরু করেছি। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতাও আছে যথেষ্ট পরিমাণের।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্ জামান বলেন, পরীক্ষার প্রস্তুতি ভালো। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে থানায় চিঠি দিয়েছি। আশা করছি ভালোভাবেই পরীক্ষা সম্পন্ন হবে।