শান্তিগঞ্জে আ.লীগের শোক দিবস পালন

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩ 321 views
শেয়ার করুন
যথাযোগ্য মর্যাদায় শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে আওয়ামীলীগ। সকাল ১০টায় দলের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে দুপুর ১২টায় উপজেলা চত্বরে স্মৃতিসৌধ প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু। সাধারণ সম্পাদক হাসনাত হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান আবদুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা হাজি তহুর আলী, আবাব মিয়া, মাওলানা আব্দুল কাইয়ুম, তেরাব আলী, এনামুল কবির, আসাদুর রহমান আসাদ ও ননী গোপাল দাস।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়েজুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভুষন তালুকদার ঝন্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, তাঁতীলীগের সভাপতি গোলাম মস্তফা, দরগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনির উদ্দিন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক খান, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ ফয়জুল করিম ও পাথারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূর আলম প্রমুখ।